বাসস দেশ-১৫ : কমলাপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

109

বাসস দেশ-১৫
অগুন-নিয়ন্ত্রণ
কমলাপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : রাজধানীর কমলাপুরে ওলিও অ্যাপারেলস’ পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার সকাল ৭টা ৪০ মিনিটে বিআরটিসি বাস টার্মিনাল সংলগ্ন সাত তলা বিশিষ্ট ভবনের ৬ তলায় ‘ওলিও অ্যাপারেলস’ পোশাক কারখানার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বাসসকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, এ গোডাউনে কারখানার পরিত্যাক্ত মালামাল রাখা হতো। ওলিও কারখানার ষষ্ঠ তলায় গোডাউনে সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লআগে। বেলা ১১টা ২৮ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করা হয়েছে।
অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
মতিঝিল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লোরটিতে কারখানার বাতিল কাপড় রাখা হতো।
সকালে শ্রমিকরা কারখানায় এসে উপরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বাসস/এফএইচ/১৫১০/-অমি