বাসস দেশ-১৪ : রাজধানীতে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার

130

বাসস দেশ-১৪
জঙ্গি-গ্রেফতার
রাজধানীতে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার
ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২১ (বাসস) : রাজধানীর রূপনগর হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।
তারা হচ্ছে, মো: হাসিবুর রহমান ওরফে সোহেল (২৭), মো: মোশারফ হোসেন ওরফে আতিক (১৯), রামিম হোসেন ওরফে পনির হোসেন ওরফে নাহিদুর রহমান (২২), মো: সজিব মিয়া ওরফে খিজির (২০), চঞ্চল হোসেন ওরফে আব্দুল্লাহ (১৯)। তাদের কাছ থেকে আনসার আল-ইসলাম’র বিভিন্ন ধরনের ১২টি উগ্রবাদী বই, ২৩টি লিফলেট, ১৩৫ টি স্ক্রীনশর্টসহ ৬টি মোবইল জব্দ করা হয়।
র‌্যাব-৪ এর কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আনসার আল ইসলামের ৫জন সদস্য রাজধানীর পল্লবী থানা এলাকায় সংগঠনের অন্য সদস্যেদের সাথে গোপন মিটিংয়ে অংশ নিতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বাসস/সবি/এমএমবি/১৬৫০/-অমি