বিএসএমএমইউয়ে ১ লাখেরও বেশি রোগীর করোনা পরীক্ষা সম্পন্ন

317

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২১ (বাসস): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১ লাখেরও বেশি রোগীর করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বিএসএমএমইউ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২১ জানুয়ারি পর্যন্ত জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ৭৩ হাজার ৭১ জন রোগীকে সেবা দেয়া হয়েছে।
অন্যদিকে কেবিন ব্লকে গত ৪ জুলাই চালুকৃত করোনা সেন্টারে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ৭ শত ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৪ শত ৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯ শত ১৮ জন। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১’শ জন ভর্তি আছেন।
বিএসএমএমইউ সূত্র জানায়, রাজধানীর শাহবাগস্থ বেতার ভবনে স্থাপন করা করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ২১ জানুয়ারি পর্যন্ত ভাইরাস সনাক্তকরণের জন্য ১ লক্ষ ৭ শত ৬২ জন রোগীর পরীক্ষা সম্পন্ন হয়েছে। আইইডিসিআর-কে জানিয়ে দেয়া হচ্ছে পজিটিভ রোগীর সংখ্যা ।
উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার নেতৃত্বে এই করোনা ভাইরাস মোকাবেলায় ও চিকিৎসাসেবা দেওয়া অব্যাহত রাখতে ফিভার ক্লিনিক, করোনা ভাইরাস ল্যাবরেটরি (পিসিআর ল্যাব), করোনা সেন্টার, কোভিড-১৯ ফলোআপ ক্লিনিক, বিশেষজ্ঞ হেলথ লাইন, হেলপ লাইন, অনলাইন সেবাসহ চিকিৎসাসেবা সংশ্লিষ্ট বিভিন্ন ধরণের কার্যক্রম চালু রয়েছে।