মেহেদির ঘুর্ণিতে ১৪৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

274

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২১ (বাসস) : অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘুর্ণিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে অলআউট করলো বাংলাদেশ। ৪ উইকেট নেন মেহেদি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ’-এর ওয়ানডে ফরম্যাটের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা।
বাংলাদেশ বোলারদের নৈপুন্যে ৪৩ দশমিক ৪ ওভারেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ রোভম্যান পাওয়েল ৬৬ বলে ৪১, অভিষেক ম্যাচ খেলতে নামা কেজর্ন ওটলি ৪৪ বলে ২৪, এনক্রুমার বোনার ২৫ বলে ২০ ও আলজারি জোসেফ ২১ বলে ১৭ রান করেন।
বাংলাদেশের মেহেদি ৯ দশমিক ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নেন। প্রথম ওয়ানডেতে ৮ রানে ৪ উইকেট নেয়া সাকিব আল হাসানের আজ শিকার ছিলো ২টি। ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমানও। ১টি নিয়েছেন পেসার হাসান মাহমুদ।
প্রথম ওয়ানডেতে ৩২ দশমিক ২ ওভারে ১২২ রানে অলআউট হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৩ দশমিক ৫ ওভারে ৪ উইকেটে ১২৫ রান তুলে জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে তামিম ইকবালের দল।