বাসস দেশ-৫৪ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে সাতক্ষীরায় বসতবাড়ি পাচ্ছে একহাজার ১৪৯টি গৃহহীন পরিবার

145

বাসস দেশ-৫৪
মুজিববর্ষ-সাতক্ষীরা
‘মুজিববর্ষ’ উপলক্ষে সাতক্ষীরায় বসতবাড়ি পাচ্ছে একহাজার ১৪৯টি গৃহহীন পরিবার
সাতক্ষীরা, ২১ জানুয়ারি ২০২১ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলার একহাজার ১৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার বসতবাড়ি পাচ্ছে।
প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে একলাখ ৭১ হাজার টাকা। ইতিমধ্যে এসব ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে এসব ঘরের চাবি হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলায় সার্কিট হাউস সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, ভূমিহীনদের জন্য নির্মিত প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে একলাখ ৭১ হাজার টাকা।সবুজ টিনসেডের এসব বসতবাড়িতে দু’টিকক্ষ, একটি রান্নাঘর ও একটি টয়লেট রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিন্নুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মমর্তা দেবাশীষ চৌধুরী প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/২১১২/এমকে