বাসস দেশ-৩৭ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’ পাচ্ছে ৬৩৭টি পরিবার

94

বাসস দেশ-৩৭
মুজিববর্ষ- ঘর
‘মুজিববর্ষ’ উপলক্ষে নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’ পাচ্ছে ৬৩৭টি পরিবার
নীলফামারী, ২১ জানুয়ারি ২০২১ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার পাচ্ছেন ৬৩৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রতিটি ঘর নির্মাণ বাবদ খরচ হয়েছে একলাখ ৭৫ হাজার টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার এসব পরিবারের মাঝে ঘর হস্তান্তর করবেন। ইতিমধ্যে ঘর হস্তান্তরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সমম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী এসব তথ্য জানান।
তিনি জানান, ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার পাচ্ছেন ৬৩৭ গৃহহীন পরিবার। আগামি ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার এসব পরিবারের মাঝে ঘর হস্তান্তর করবেন।জেলায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে ঘর হস্তান্তরের এ আনুষ্ঠিকতা সম্পন্ন হবে।
জেলা প্রশাসক জানান, সুবিধাভোগি ৬৩৭ পরিবারের মধ্যে সদর উপজেলায় ৯৯টি, সৈয়দপুরে ৩৪টি, ডোমারে ৩৮টি, ডিমলায় ১৮৫টি, জলঢাকায় ১৪১টি ও কিশোরগঞ্জ উপজেলায় ১৪০টি পরিবার রয়েছে।গৃহনির্মানের জন্য ১২ দশমিক ৭৪ একর জমি সরকারের পক্ষ থেকে ওই পরিবারগুলোর মাঝে বরাদ্ধ দেওয়া হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৪৬/এমকে