বাসস দেশ-৩৫ : স্ত্রীসহ চসিক প্রশাসকের করোনা জয়

100

বাসস দেশ-৩৫
করোনা-চসিক প্রশাসক
স্ত্রীসহ চসিক প্রশাসকের করোনা জয়
চট্টগ্রাম, ২১ জানুয়ারি ২০২১ (বাসস) : প্রায় দুই সপ্তাহ বাসায় আইসোলেশন শেষে করোনামুক্ত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন ও তার স্ত্রী সহকারি অধ্যাপক তাহমিনা আকতার।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি ল্যাবে দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এই দম্পতির।
প্রশাসক সুজন করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগিনা চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সদস্য মো.নুরুল কবির।
তিনি বলেন-‘মামা-মামি দুজনেরই আজ করোনা টেস্ট করিয়েছে। দুজনেরই টেস্ট নেগেটিভ এসেছে।’
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় দুইজনের করোনা পজেটিভ ফলাফল আসে। তখন থেকে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকলেও সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতি ধরে রাখতে ভিডিও কলের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজের নিয়মিত খোঁজ খবর রেখেছেন তিনি।
বাসস/ জিই/কেএস/১৮৪০/অমি