বাসস বিদেশ-৮ : ইন্দোনেশিয়ার পশ্চিম সুলাভেসি প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯১

146

বাসস বিদেশ-৮
ইন্দোনেশিয়া-ভূমিকম্প-নিহত
ইন্দোনেশিয়ার পশ্চিম সুলাভেসি প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯১
জাকার্তা, ২১ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার পশ্চিম সুলাভেসি প্রদেশে গত সপ্তাহে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানায় এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জন। জাতীয় দুর্যোগ পরিচালনা সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
কমপক্ষে ১ হাজার ১৭২ জন এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আহত হয়েছে। এজেন্সিটির মুখপাত্র রাদিত্য জাতি বলেছেন, ভূমিকম্পের কারণে ৯ হাজার ৯৯০ জন লোক বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়।
গত শুক্রবার থেকে পশ্চিম সুলাভেসিতে ১৪ দিনের জন্য একটি দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা করেছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোডো স¤প্রতি ক্ষতিগ্রস্থ অঞ্চল পরিদর্শন করেছেন।
প্রেসিডেন্ট বলেন, ভূমিকম্পের ফলে ভেঙে পড়া সরকারি ভবনগুলি পুননির্মাণ করা হবে যাতে জনসেবা তাৎক্ষণিকভাবে পুনরায় চালু হতে পারে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থ ভবনগুলি নির্মাণের জন্য সরকার আর্থিক সহায়তাও দেবে।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’ -এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে।
বাসস/অনু-জেজেড/১৮৪৫/-এমএবি