বাসস ক্রীড়া-১০ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্টিক সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

107

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-দ্বিতীয় ওয়ানডে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্টিক সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
ঢাকা, ২১ জানুয়ারি, ২০২১ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে টানা তৃতীয়বারের মত সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্টিক সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
হোম কন্ডিশনের সুবিধায় দ্বিতীয় ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিট বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে মুখিয়ে আছে তারা। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজে শুভ সূচনা করে বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডে জিতলে টানা তৃতীয় ও পঞ্চমবারের মত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।
সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সাতটি ম্যাচ জয়ের স্বাদ নিবে বাংলাদেশ। জিম্বাবুয়ে ও কেনিয়া ছাড়া অন্য কোন দলের বিপক্ষে এত বেশি টানা ম্যাচ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ।
২০০৯ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। বোর্ডের সাথে আর্থিক সমস্যা নিয়ে ঝামেলা থাকায় ঐ সিরিজে খেলেননি ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির খেলোয়াড়রা। তাই দূর্বল দল হয়ে সিরিজ হারে ক্যারিবীয়রা। ঐ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
এরপর ২০১২ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটি ছিলো বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয়।
২০১৮ সালে দু’বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং দেশের মাটিতে সিরিজ দু’টি জিতে টাইগাররা। তিন ম্যাচের দু’টি সিরিজই ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। এই তিনটি সিরিজেই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দল খেলেছিলো।
কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পারলে নিজেদের ওয়ানডে ইতিহাসে ৭৩ সিরিজে ২৬তম বারের মত সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এরমধ্যে ৪৪টি সিরিজে হার ও চারটিতে ড্র করেছে টাইগাররা।
বাসস/এএসজি/এএমটি/১৯১৫/-নীহা