পিরোজপুরে ১ বছরে সাড়ে তিন লক্ষ্যাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান

274

পিরোজপুর, ২১ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৫১ হাজার ৩৪৬ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ২৫৬ জনকে হাসপাতালে ভর্তি করে, ৬১ হাজার ২৯০ জনকে জরুরী বিভাগে এবং ২ লাখ ৫৩ হাজার ৮শ’ জনকে আউটডোর রোগী হিসেবে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।
পিরোজপুর জেলা হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক ১ লাখ ১৭ হাজার ৪০ জন রোগীকে ভর্তি, জরুরী বিভাগে এবং আউটডোরে চিকিৎসা করা হয়েছে। এছাড়া ভান্ডারিয়া উপজেলায় ৫৬ হাজার ৭শত ৯ জনকে, ইন্দুরকানীতে নবনির্মিত ৫০ শয্যার হাসপাতালটির ভবন নির্মাণ শেষ হলেও চালু না হওয়া স্বত্বেও ২ হাজার ৭৪৩ জনকে, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৩৭ হাজার ২৩৭ জনকে, মঠবাড়িয়ায় ৬৪ হাজার ৪৭১ জনকে, নাজিরপুরে ২৭ হাজার ১৭৫ জনকে এবং নেছারাবাদে ৪৫ হাজার ৯৭১ জনকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান প্রতিটি হাসপাতালে অত্যন্ত আন্তরিকতার সাথে নারী, পুরুষ ও শিশু রোগীদের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এ ব্যাপারে চিকিৎসকদের ও অন্যান্য কর্মকর্মা কর্মচারীদের কর্মকান্ডের দিকে তীক্ষè নজরদারী করা হয়েছে। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিজাম উদ্দিন জানান গত মাসে সর্বাধুুনিক এক্স-রে মেশিনটি চালু করা সম্ভব হওয়ায় হাজার হাজার রোগীর এক্স-রে বিনামূল্যে করা সম্ভব হচ্ছে এবং এসব রোগীরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এছাড়া ৩ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের কাজ গত মাসে শুরু হয়েছে এবং চলতি মাসেই শেষ হলে করোনা রোগীসহ সব ধরনের রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।