বাসস দেশ-১০ : বাসস’র টেলিফোন অপারেটর ইনচার্জ খালিদের মৃত্যুতে আরেফিন সিদ্দিকের শোক

445

বাসস দেশ-১০
আরেফিন-শোক-খালিদ
বাসস’র টেলিফোন অপারেটর ইনচার্জ খালিদের মৃত্যুতে আরেফিন সিদ্দিকের শোক
ঢাকা, ২১ জানুয়ারি, ২০২১ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সড়ক দুর্ঘটনায় নিহত সংস্থার টেলিফোন অপারেটর ইনচার্জ মো.খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
আজ এক শোক বার্তায় ড. আরেফিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
আরেফিন সিদ্দিক খালিদ হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
তিনি বলেন, খালিদের মৃত্যুতে তার পরিবারের অপূরনীয় ক্ষতি হলো। তিনি তার পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানান।
খালিদ বুধবার দুপুর পৌনে ২টার দিকে ডেমরা থানার ডগাইর পূর্ব পাড়ার বাসা থেকে মোটরসাইকেল যোগে অফিসে যাবার পথে রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তার মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৫২ বছর। নিহত খালিদের স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রয়েছে।
এ ব্যাপারে গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাসস/এমএসএইচ/১২৩৫/-আসাচৌ