জয়পুরহাটে শীতবস্ত্র বিতরণ

287

জয়পুরহাট, ২১ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী, অস্বচ্ছল বিধবা ও প্রবীণদের মাঝে বৃহস্পতিবার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শালপাড়া আইডয়াল কলেজ মাঠে আজ সকাল ১০টায় প্রতিবন্ধী, অস্বচ্ছল বিধবা ও প্রবীণদের সমন্বয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটি (এমআরএ) উপপচিালক মোহাম্মদ আব্দুল মান্নান। জাকস ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক মো: আবুল বাশার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপ-সহসমন্বয়কারী মো: মনিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটি (এমআরএ) সহকারি পচিালক ইমরান এম ফকরুজ্জামান, জাকস ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচীর ফোকাল পারসন ও যুগ্ম পরিচালক মো: রফিকুল ইসলাম বাদশা, সিনিয়র সহকারি পরিচালক মো: খোরশেদ আলম, মো: ওবায়দুল ইসলাম ও সমৃদ্ধি কর্মসূচীর ইউনিয়ন সমন্বয়কারী মো: গোলাম কিবরিয়া প্রমূখ। পরে ধলাহার,ভাদশা,ও আয়মারসুলপুর ইউনিয়নের ৮শ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য পল্লীকর্ম সহায়ক ফা উন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা’জাকস ফাইন্ডেশন এ কম্বল বিতরণ করে।