বাসস দেশ-৪১ : দ্যা সিভিল কোর্ট (সংশোধন) বিলের রিপোর্ট চূড়ান্ত

138

বাসস দেশ-৪১
কমিটি-আইন
দ্যা সিভিল কোর্ট (সংশোধন) বিলের রিপোর্ট চূড়ান্ত
ঢাকা, ২০ জানুয়ারি, ২০২১ (বাসস) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপনের জন্য দ্যা সিভিল কোর্ট (সংশোধন) বিল, ২০২১ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. শামসুল হক টুকু, মো. শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রস্তাবিত দ্যা সিভিল কোর্ট (সংশোধন) বিল, ২০২১ এর ওপর বিস্তারিত আলোচনা শেষে বিলটির প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়।
সভায় দ্যা সিভিল কোর্ট (সংশোধন) বিল, ২০২১ সংসদে পাশ হলে উক্ত আইনের আওতায় বিচারাধীন মামলার ক্ষেত্রে উদ্ভূত জটিলতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯৩৬/-এএএ