বাসস দেশ-১৩ : মেহেরপুরে ডেঙ্গু ও কোভিট-১৯ প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা

100

বাসস দেশ-১৩
কর্মশালা-সাংবাদিক
মেহেরপুরে ডেঙ্গু ও কোভিট-১৯ প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা
মেহেরপুর, ২০ জানুযারি, ২০২১ (বাসস) : জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে সিভিল সার্জন হলরুমে আজ বুধবার জেলার প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকদের ডেঙ্গু ও কোভিট- ১৯ প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লাইফস্টাইল এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস। মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মকলেসুর রহমান, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, অবজারভার প্রতিনিধি রফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
জেলার ২৫ জন সংবাদকর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫২০/-কেজিএ