বাসস ক্রীড়া-৫ : অস্ট্রেলিয়ান ওপেনে আরো দুটি পজিটিভ কেস সনাক্ত

95

বাসস ক্রীড়া-৫
টেনিস-অস্ট্রেলিয়ান ওপেন
অস্ট্রেলিয়ান ওপেনে আরো দুটি পজিটিভ কেস সনাক্ত
মেলবোর্ন, ২০ জানুয়ারি ২০২১ (বাসস) : অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে আসা আরো দুইজন করোনা পজিটিভ হয়েছেন বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে। এনিয়ে বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০।
মেলবোর্নে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই গ্র্যান্ড স্ল্যামের প্রস্তুতিতে আরো একবার ধাক্কা লাগলো। করোনা মহামারীর কারনে ইতোমধ্যেই এবারের আসর তিন সপ্তাহ পিছিয়ে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা মোকাবেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা সনাক্ত হওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে আসা ৭২ খেলোয়াড়কেই আগামী দুই সপ্তাহ ২৪ ঘন্টা নিজ নিজ হোটেল কক্ষে কাটাতে হবে। এর আগে ভিক্টোরিয়া স্টেট পুলিশ মিনিস্টার লিসা নেভিলে জানিয়েছেন টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত আরো চারজনের দেহে মঙ্গলবার করোনার অস্তিত্ব ধরা পড়েছে। নেভিলে জানিয়েছেন নতুন সনাক্ত হওয়াদের মধ্যে একজন খেলোয়াড় রয়েছেন যাকে ইতোমধ্যেই কঠোর লকডাউনের মধ্যে রাখা হয়েছে। তার সাথে থাকা একজন সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তাদের সাথে একই বিমানে আসা আরো ৭২ খেলোয়াড়কে তাই কঠোর লকডাউনের মধ্যে থাকতে হবে।
গত সপ্তাহে ১৭টি বিশেষ বিমানে করে এক হাজারেরও বেশী খেলোয়াড় ও স্টাফ ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় এসে পৌঁছেছেন। প্রত্যেককেই স্থানীয় সরকারের আইনানুযায়ী ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে। করোনা পজিটিভ হওয়াদের সংষ্পর্সে আসা কেউই দিনে পাঁচ ঘন্টার অনুশীলনের অনুমতি পাবেন না।
বাসস/নীহা/১৪৩০/স্বব