বাসস দেশ-৫০ : বান্দরবানের রোয়াংছড়িতে সেলাই মেশিন ও স্কুলব্যাগ বিতরণ

177

বাসস দেশ-৫০
সেলাই মেশিন-স্কুলব্যাগ
বান্দরবানের রোয়াংছড়িতে সেলাই মেশিন ও স্কুলব্যাগ বিতরণ
বান্দরবান, ১৯ জানুয়ারি ২০২১ (বাসস): জেলার রোয়াংছড়ি উপজেলায় আজ দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ এবং ওই এলাকা মশার প্রকোপমুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝে ‘ফগার মেশিন’ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ‘লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় আলেক্ষ্যং ইউনিয়নে গিলাফুল লাইব্রেরী মিলনায়তনে এসব সামগ্রি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্যাহ আল জাবেদ।
আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, সহকারি কমিশনার (ভূমি) মিসকাতুল তামান্না,পল্লী সঞ্চয় ব্যাংক-এর সমন্বয়ক সুফল চাকমা, ‘এলজিএসপি-৩’ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর রিটেন তালুকদার প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/২০২০/এমকে