পার্বত্য চট্টগ্রামে প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাই আন্তরিকভাবে কাজ করতে হবে : অংসুই প্রু চৌধুরী

314

রাঙ্গামাটি, ১৯ জানুয়ারি, ২০২১ (বাসস) : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে অংসুই প্রু চৌধুরী একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে তিন পার্বত্য জেলার পরিবেশ-পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে তা কোন সরকারের আমলেই হয়নি এবং বর্তমানে ও সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তাই সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রমসহ সকল কর্মসূচি বাস্তবায়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
এখানকার পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় রেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার সকল সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার খুবই আন্তরিক বলে উল্লেখ করেন তিনি।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।