বাসস দেশ-৪০ : মুজিববর্ষে যশোরে প্রধানমন্ত্রীর উপহার ১ হাজার ৭৩ অসহায় ভূমিহীন পাবেন ঘর

127

বাসস দেশ-৪০
ভূমিহীন-ঘর
মুজিববর্ষে যশোরে প্রধানমন্ত্রীর উপহার ১ হাজার ৭৩ অসহায় ভূমিহীন পাবেন ঘর
যশোর, ১৯ জানুয়ারি, ২০২১ (বাসস) : মুজিববর্ষ উপলক্ষে জেলায় ১ হাজার ৭৩ ভুমিহীন পাবে দুর্যোগ সহনীয় ঘর। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদেরকে এ ঘর দেয়া হবে। এসব ঘর নির্মাণে ব্যয়ে হয়েছে ১৭ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার টাকা। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করার পর ভূমিহীনদের মাঝে কাগজ-পত্র বুঝিয়ে দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, যশোর জেলা যাদের কোন জমি নেই। এমনকি মাথা গোজার ঠাঁই নেই। অর্থ্যাৎ অসহায় মানুষ। সরকারিভাবে তাদের তালিকা করা হয়েছে। তাদেরকে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কার্যক্রম শুরু করা হয়। এটা কাজ এখন শেষের দিকে। যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, ১ হাজার ৭৩ ঘরের মধ্যে সদর উপজেলায় ৪৫৫টি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকা। মনিরামপুরে ২৬২টি ঘর নির্মাণে ব্যয় ৪ কোটি ৪৮ লাখ ২ হাজার টাকা। শার্শায় ১৫৫টি ঘর নির্মাণে ব্যয় ১ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার টাকা। কেশবপুরে ১০৫টি ঘর নির্মাণে ব্যয় ১ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার টাকা। চৌগাছায় ২৫টি ঘর নির্মাণে ব্যয় ৪২ লাখ ৭৫ হাজার। অভয়নগরে ৫৭টি ঘর নির্মানে ব্যয় ৯৭লাখ ৪৭ হাজার টাকা। ঝিকরগাছায় ১৯টি ঘর নির্মাণে ব্যয় ৩২ লাখ ৪৯ হাজার টাকা। বাঘারপাড়ায় ৩৫টি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ৫৯ লাখ ৮৫ হাজার টাকা।
এ ব্যাপারে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেছেন আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডি কনফারেন্সের মাধ্যমে ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা অংশ নেবেন। এর পর তালিকা ভুক্তদের আনুষ্ঠানিকভাবে ঘরের কাগজ-পত্র বুঝিয়ে দেয়া হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৩৫/কেজিএ