চার নম্বরে ব্যাট করতে কোন সমস্যা নেই সাকিবের : তামিম

467

ঢাকা, ১৯ জানুয়ারি ২০২১ (বাসস) : তিন নম্বরে দুর্দান্ত সাফল্য পাবার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে মিডল-অর্ডারে ব্যাট করতে সমস্যা নেই সাকিব আল হাসানের। এমনই দাবি করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তামিম জানান, সাকিবের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং দলের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন তিনি। জুনিয়রদের তিন নম্বর পজিশনের জন্য গড়ে তুলতেই এমন সিদ্বান্ত।
তামিম বলেন, ‘আমরা যখন প্রশিক্ষণ পর্ব শুরু করেছি, তখন তার কাছে বার্তাটি খুবই পরিস্কার ছিলো। আমি সাকিবের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, এমন সিদ্বান্তে তার কোন সমস্যা নেই। সে সবকিছুই বুঝতে পেরেছে।’
প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও তামিম মনে করেন, দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরায় চার নম্বর স্থানটি সাকিবের জন্য স্বস্তির হবে।
তামিম বলেন, ‘এটি তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিবে। সে দীর্ঘদিন পর ফিরছে। তিন নম্বরে তারা কেমন করেছে, সেটি আমরা ভালোই জানি। তার রেকর্ড তার পক্ষে কথা বলে। আমরা এটি নিয়ে সর্তক আছি।’
তামিম জানান, সাকিব যদি তিন নম্বরে ব্যাট করতে চান, তবে তার ফিরে আসার সুযোগ রয়েছে। নতুন অধিনায়কের বার্তাটি পরিস্কার। তামিম বলেন, ‘চার নম্বরে ব্যাট করবে বলে সে খুশী। আমি তাকে বলেছিলাম সে যদি কখনও তিন নম্বরে ফিরে চায়, তবে সে ফিলতে পারবে।’
ওয়ানডে ক্যারিয়ারের শুরু থেকে চার-পাঁচ নম্বরে ব্যাট করছে সাকিব। ১৮০ ইনিংসে মাত্র তিনবার তিন নম্বরে ব্যাট করেছে সে।
২০১৮ সালে ঘরের মাটিতে জিম্বাবুয়ে ও শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে তিন নম্বরে ব্যাট করেছে সাকিব। ১০ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।
তিন নম্বরে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। সে বছরের ডিসেম্বরে পাঁচ নম্বরে ব্যাট করে তিন ইনিংসে মাত্র একটি অর্ধশতক করেছিলেন তিনি।
২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তিন নম্বরে ব্যাট করতে নামেন সাকিব। এমনকি বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করেছিলেন তিনি। অবশ্য সাকিবের তিন নম্বরে ব্যাট করার বিপেক্ষে ছিলেন তামিমসহ টিম ম্যানেজমেন্ট। তবে ঐ সময়ের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাপোর্ট নিয়ে তিন নম্বরে ব্যাট হাতে নেমে আট ম্যাচে ৬০৬ রান করেন সাকিব।
সাকিবের জায়গায় নাজমুল হোসেন শান্তকে পরখ করে নিতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
২০১৩ বিশ্বকাপে দলের ব্যাটিং লাইন-আপ কেমন হবে, তা নিয়ে এখনই পরিকল্পনা শুরু করে দিয়েছেন ডোমিঙ্গো ও তামিম।