বাসস দেশ-২৬ : শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি বিল সংসদে উত্থাপিত আকারে পাসের সুপারিশ স্থায়ী কমিটির

146

বাসস দেশ-২৬
কমিটি- শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি বিল সংসদে উত্থাপিত আকারে পাসের সুপারিশ স্থায়ী কমিটির
ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২১ (বাসস) : শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আজ কমিটিতে পাঠানো শিক্ষা বোর্ড সংক্রান্ত চারটি বিল উত্থাপিত আকারে পাসের সুপারিশ করা হয়েছে।
কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, মো. আবদুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু সভায় অংশগ্রহণ করেন।
সভায় ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিলগুলি সঠিক আছে বলে পাশের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে সংসদে উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৭২৮/এএএ