বাসস দেশ-৪৮ : সাতক্ষীরায় আধানিবিড় চিংড়ি খামার বিষয়ক কর্মশালা

163

বাসস দেশ-৪৮
আধানিবিড় চিংড়ি খামার- কর্মশালা
সাতক্ষীরায় আধানিবিড় চিংড়ি খামার বিষয়ক কর্মশালা
সাতক্ষীরা, ১৮ জানুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আধানিবিড় চিংড়ি খামারের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে চিংড়ি চাষি, মালামাল বিক্রেতা ও ব্যবসায়ীদের সমন্বয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা মৎস্য অফিসের উদ্যোগে শহরের অদূরে এল্লারচর মৎস্য প্রশিক্ষন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (চিংড়ি চাষ) জিয়া হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, এল্লারচর মৎস্য প্রশিক্ষন কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, চিংড়ি বিশেষজ্ঞ আনিছুর রহমান, প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান।
বাসস/এনডি/সংবাদদাতা/২০১০/এমকে