বাসস ক্রীড়া-১২ : ও:ইন্ডিজ খেলোয়াড়দের সম্পর্কে বাংলাদেশীদের ধারনা খুবই কম

170

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বাংলাদেশ-অপরিচিত
ও:ইন্ডিজ খেলোয়াড়দের সম্পর্কে বাংলাদেশীদের ধারনা খুবই কম
ঢাকা, ১৮ জানুয়ারি ২০২১ (বাসস): আসন্ন হোম সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু করতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিকদের জন্য একমাত্র অস্বস্তির বিষয় হচ্ছে ক্যারিবীয় এই খেলোয়াড়দেরকে বলতে গেলে কোন ধারনা নেই বাংলাদেশী খেলোয়াড়দের। জানা নেই তাদের সামর্থ্য ও দূর্বল দিক।
আধুনিক ক্রিকেটে প্রতিপক্ষের খেলোয়াড়দের সম্পর্কে জানা না থাকলে তাদের মোকাবেলা করাটা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে আসন্ন সিরিজে বাংলাদেশ দলের জন্য সমস্যায় পড়ার বিষয় এটিই।
ওয়ানডে ক্রিকেটে এই মুহুর্তে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ৫ ম্যাচে জয়ের ধারায় রয়েছে টাইগাররা। ২০১৮ সালে নিজ মাঠে অনুষ্ঠিত ২ ম্যাচের টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ওই সফরে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল টাইগাররা।
ওই সময় পুর্ন শক্তির ক্যারিবীয় দল এসেছিল বাংলাদেশ সফরে। টাইগারদেরও সফরকারী ক্রিকেটারদের সম্পর্কে পুর্ন ধারনা ছিল। কিন্তু এবার টাইগাররা সেই সুযোগ পাচ্ছে না। তবে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর মতে এটি কোন সমস্যা হবেনা। কারন দলের পারফর্মেন্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন ইতোমধ্যে এই অচেনা খেলোয়াড়দের নিয়ে তার কাজ শুরু করেছেন।
ডোমিঙ্গো বলেন,‘ শ্রীনিবাস ইতোমধ্যে আমাদের জন্য বেশ কিছু ভাল কাজ করেছেন। অধিকাংশ সফরকারী খেলোয়াড়ের ভিডিও ফুটেজ তিনি সিপিএল ও ক্যারিবিয়দের ঘরোয়া টুর্নামেন্ট থেকে সংগ্রহ করে নিয়েছেন।’
তাদের ওই ফুটেজ দেখার পর ডোমিঙ্গো নিশ্চিত হয়েছেন ক্যারিবীয়দের হাল্কাভাবে নিলে ভুল করতো বাংলাদেশ। তিনি বলেন,‘ ওই খেলোয়াড়দের দেখলে আন্তর্জাতিক খেলায় অনভিজ্ঞ মনে হলেও তাদের বেশীর ভাগ খেলোয়াড়ের সিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের রেকর্ডও বেশ ভাল। আমরা তাদের হাল্কাভাবে নিতে পারি না।’
বাংলাদেশী খেলোয়াড়দের আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়ে ডোমিঙ্গো বলেন,‘ সেখানে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে গর্বিত ক্রিকেট জাতি। এই তরুণ খেলোয়াড়দেরও নিজেদের প্রমানের প্রয়োজন রয়েছে। কারণ তারা জাতীয় দলে স্থায়ী আসন গাড়তে চায়। এ জন্য তারা বেশ অনুপ্রানীত। প্রথম বল থেকেই আমাদেরকে নিজেদের খেলায় নেমে যেতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজের উপর ভরসা রাখতে পারি না। এটি একটি খুব কঠিন সিরিজে পরিণত হতে যাচ্ছে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারা ঘরোয়া ক্রিকেটের মধ্যে ছিল। খেলার জন্য মুখিয়ে আছে। এই সিরিজটি নিয়ে আমরা আত্মতুষ্টিতে ভুগতে পারিনা।’
বাসস/এসএমপি/এমএইচসি/২০৩০/স্বব