বাসস দেশ-৪৫ : হবিগঞ্জে পাঁচটি ইটভাটাকে জরিমানা

105

বাসস দেশ-৪৫
ইটভাটা-জরিমানা
হবিগঞ্জে পাঁচটি ইটভাটাকে জরিমানা
হবিগঞ্জ, ১৮ জানুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ সদর ও বাহুবল উপজেলায় যথাযথ মাপ অনুযায়ি ইট তৈরি না করায় পাঁচটি ইটভাটাকে মোট একলাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন।
দেবানন্দ সিনহা জানান, সোমবার সারাদিন জেলার সদর উপজেলা ও বাহুবল উপজেলায় অভিযান পরিচালনাকালে সঠিক মাপে ইট তৈরি না করায় বাহুবল উপজেলার নিউ পদ্মা ব্রিকসকে ১৫ হাজার টাকা, সুজাত ব্রিকসকে ২৫ হাজার ও মেট্রো ব্রিকসকে ২৫ হাজার টাকা এবং সদর উপজেলার পলাশ ব্রিকসকে ২৫ হাজার ও নাবিল ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা বাজার কর্মকর্তা ও র‌্যাব-৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৫০/এমকে