বাসস দেশ-৩১ : বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনে ঢাবি’র শিক্ষার্থী জেবা’র প্রথম স্থান অধিকার

99

বাসস দেশ-৩১
ঢাবি-বঙ্গবন্ধু-ম্যারাথন
বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনে ঢাবি’র শিক্ষার্থী জেবা’র প্রথম স্থান অধিকার
ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২১ (বাসস): বঙ্গবন্ধু শেখ মুজিব (ঢাকা) ম্যারাথন ইভেন্টে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী হামিদা আক্তার জেবা বাংলাদেশী মহিলা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন।
গত ১০ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও এশিয়ান এ্যাথলেটিক ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতায় ১৭টি দেশ অংশগ্রহণ করে। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল পর্যন্ত ৪২.১৯৫ কিলোমিটার ম্যারাথনে হামিদা আক্তার জেবা বাংলাদেশী মহিলা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন। সম্মাননা হিসেবে তিনি গোল্ড মেডেলসহ প্রাইজ মানি হিসেবে ৫ লক্ষ টাকা পুরস্কার গ্রহণ করেন।
আজ সোমবার বিজয়ী জেবা ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এসময় অন্যান্যের মধ্যে ঢাবি অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি ও ঢাবি শিক্ষক সামিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং ঢাবি শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেবা ঢাকা বিশ^বিদ্যালয় এমআইএস বিভাগের এমবিএ’র শিক্ষার্থী ।
বাসস/সবি/এসএস/১৬৩৫/-শআ