বাসস দেশ-২১ : জয়পুরহাটে আমার বাড়ি আমার খামার প্রকল্পের উঠান বৈঠক

114

বাসস দেশ-২১
উঠান বৈঠক
জয়পুরহাটে আমার বাড়ি আমার খামার প্রকল্পের উঠান বৈঠক
জয়পুরহাট, ১৮ জানুয়ারি, ২০২১ (বাসস) : প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ’আমার বাড়ি আমার খামার’ প্রকল্প ও কমিউনিটি ক্লিনিকের সুফলভোগীদের নিয়ে আজ সোমবার সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের প্রত্যন্ত অঞ্চল নুরপুর পালি গামে বেলা সাড়ে ১২টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম হচ্ছে ”আমার বাড়ি আমার খামার প্রকল্প’ ও কমিউনিটি ক্লিনিক। ’আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনসাধারণ একদিকে যেমন অর্থনৈতিক ভাবে স্বাবলস্বী হচ্ছে অন্য দিকে বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা অনুযায়ী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহা: রেজা হাসান সদর উপজেলার ভাদসা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল নুরপুর পালি গ্রাম উন্নয়ন সমিতি ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও সুফলভোগীদের নিয়ে একটি উঠান বৈঠক করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, স্থানীয় স্বাস্থ্য পরিদর্শক সাইদুর রহমানসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহা: রেজা হাসান বলেন, ’আমার বাড়ি আমার খামার’ প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে পরিবর্তন করে দিয়েছে। এ প্রকল্পের ক্ষুদ্র ঋণ সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার হার বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ জনপদে দারিদ্রতার হারও হ্রাস পেতে শুরু করেছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪২৫/নূসী