বাসস দেশ-২ : জয়পুরহাটে প্রাণিসম্পদ বিভাগের ২৪ লাখ টাকা রাজস্ব আয়

177

বাসস দেশ-২
প্রাণি সম্পদ বিভাগ
জয়পুরহাটে প্রাণিসম্পদ বিভাগের ২৪ লাখ টাকা রাজস্ব আয়
জয়পুরহাট, ১৮ জানুয়ারি, ২০২১ (বাসস) : মহামারি করোনা প্রাদূর্ভাবের মধ্যেও বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে জেলা প্রাণিসম্পদ বিভাগ গত এক বছরে ২৩ লাখ ৮৩ হাজার ৫২০ টাকা রাজস্ব আয় করেছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্র বাসস’কে জানায়, প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা করোনা ঝুঁকি মাথায় নিয়ে বিভিন্ন সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রাখেন। এরমধ্যে রয়েছে গবাদি পশু হাঁস-মুরগি রোগ প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম, গবাদি পশুর চিকিৎসা সেবা, গবাদি পশু পাখির রোগ অনুসন্ধানে নমুনা সংগ্রহ ও গবেষণাগারে প্রেরণ, গবাদি পশু পাখির ডিজিজ সার্ভিলেন্স, গাভির কৃত্রিম প্রজনন কার্যক্রম, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা, খামারিদের প্রশিক্ষণ, স্থায়ী ঘাস চাষ সম্প্রসারণ, খামার, ফিডমিল ও হ্যাচারি পরিদর্শন, গবাদি পশুর খামার রেজিষ্ট্রেশন প্রদান, পোল্ট্রি খামার রেজিস্ট্রেশন, মোবাইল কোর্ট পরিচালনা উল্লেখযোগ্য।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান জানান, করোনার ঝুঁকি মাথায় নিয়ে প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০২০ সালে টিকা বিক্রি, কৃত্রিম প্রজনন ও খামার রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে জেলা প্রাণিসম্পদ বিভাগ ২৩ লাখ ৮৩ হাজার ৫২০ টাকা রাজস্ব আয় করেছে। তিনি আরও জানান, বর্তমানে বার্ডফ্লু বিষয়ে পোল্ট্রি খামরিদের সচেতনতামূলক পরামর্শ প্রদান কার্যক্রম চালানো হচ্ছে ।
বাসস/এনডি/সংবাদদাতা/১০১২/নূসী