বঙ্গবন্ধু এ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন নৌবাহিনী

331

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২১ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশী এ্যাথলেটিকস ফডারেশন আয়োজিত বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তারা জিতেছে ২১টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ পদক।
দ্বিতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে ১৩টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ৯ টি ব্রোঞ্জ পদক।
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে আজ পুরুষ ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জহির রায়হান। নারী ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জিতেছেন একই দলের শিরিন আক্তার।
অপরদিকে পুরুষ ৮০০ মিটার দৌড়ে নৌবাহিনীর রাকিবুল ইসলাম এবং নারী ৮০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর সুমি আক্তার প্রথম স্থান অধিকার করেন।
পুরুষ ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সেনাবাহিনীর রাজু আহাম্মদ, পুরুষ ৪০০ মিটার হার্ডলসে একই দলের মাসুদ রানা এবং পুরুষ ডিসকাস থ্রোতে একই দলের মামুন শিকদার স্বর্ণ পদক জিতেন।
নারী চাকতি নিক্ষেপে নৌবাহিনীর জাফরিন আক্তার, পুরুষ পোল ভল্টে একই দলের সাইফুল ইসলাম, পুরুষ ট্রিপল জাম্পে একই দলের আল আমিন এবং পুরুষ ১০ হাজার মিটার দৌড়ে নৌবাহিনীর আসিফ বিশ্বাস প্রথম স্থান অধিকার করেন।
অপরদিকে পুরুষ ও নারী ৪ গুণিতক ৪০০ মিটার রিলে দৌড়ের দুটি স্বর্ণ পদকই জিতে নেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা।
আজ বিকাল পাঁচটায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষনা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস নাদিরা আলী খান। সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু)।