বাসস দেশ-৪৩ : রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩২

176

বাসস দেশ-৪৩
ডিএমপি-গ্রেফতার
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩২
ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২১ (বাসস) : রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তাদের কাছ থেকে ৪৮ হাজার ৩৯৩ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ২৫ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ২৫ টি মামলা করা হয়েছে।
এরমধ্যে রাজধানীর রমনা থেকে ট্রাকের ড্রাইভিং সিটের পিছনে অভিনব কায়দায় মবিলের বোতলের ভিতরে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিএমপি গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতারকৃতের নাম- আব্দুল হাবিব (৪০)। হাবিব পেশায় একজন গাড়ি চালক। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়।
গোয়েন্দা গুলশান বিভাগের সহকারি পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রমনা পার্কের উত্তর পাশে রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হাবিব কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বাস ও ট্রাক যোগে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
বাসস/সবি/এফএইচ/১৮৪২/কেকে