বাসস দেশ-৪১ : মেহেরপুরে আবাদি জমির মাটিকাটার অপরাধে দু’জনের জরিমানা

120

বাসস দেশ-৪১
আবাদি জমি- জরিমানা
মেহেরপুরে আবাদি জমির মাটিকাটার অপরাধে দু’জনের জরিমানা
মেহেরপুর, ১৭ জানুয়ারি ২০২১ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ অবৈধভাবে আবাদি জমির মাটিকাটার অপরাধে দুইব্যক্তিকে ৫০হাজার টাকা করে মোট একলাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিনমাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ড প্রাপ্তরা হলেন- জেলার সদর উপজেলার আলমপুর গ্রামের মল্লিক শেখের পুত্র ইমাদুল ইসলাম (২৭) ও একই গ্রামের বিন মোহাম্মদের পুত্র আনোয়ার হোসেন (২৬)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, আজ রোববার দুপুরে আমঝুিপ কালীতলাপাড়া সড়কের পাশে ব্রিজ সংলগ্ন আবাদি জমির মাটি কেটে পুকুর খননের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযানকালে দু’জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি-বালি সংরক্ষণ আইন-২০১০ অনুসারে অভিযুক্ত দু’ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিনমাসের জেল প্রদান করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮২৫/এমকে