বাসস ক্রীড়া-৮ : ১০ জনের স্পেজিয়ার সঙ্গেও ড্র করল তুরিনো

152

বাসস ক্রীড়া-৮
ফুটবল-ইতালি-সিরি এ
১০ জনের স্পেজিয়ার সঙ্গেও ড্র করল তুরিনো
মিলান, ১৭ জানুয়ারি, ২০২১ (বাসস/এএফপি): নিজেদের মাঠে জয়হীন থাকার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তুরিনোর। শনিবার সিরি এ লিগে নিজেদের মাঠে একজন কম খেলোয়াড় নিয়ে দীর্ঘ ৮২ মিনিট প্রতিদ্বন্দ্বিতা করা দূর্বল স্পেজিয়ার সঙ্গেও গোল শুন্য ড্র করেছে ক্লাবটি। এতে ক্ষুব্ধ হয়ে ক্লাবটির মালিক আরবানো কায়রো বলেন,‘ এটি ছিল মৌসুমের জঘন্যতম ম্যাচ’।
ম্যাচের অস্টম মিনিটেই প্রতিপক্ষের নিকোলা মুরুকে বিপজ্জনক ভাবে বাঁধা দেয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন নীচের লিগ থেকে শীর্ষ লিগে উন্নীত হওয়া স্পেজিয়ার ফুটবলার লুকা ভিগনালি। কিন্তু ওই সুযোগটিও কাজে লাগাতে পারেনি তুরিনো। ফলে টানা ১৮ ম্যাচে জয়হীন থাকতে হল ক্লাবটিকে।
মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মাত্র দুটি জয় পেয়েছে তুরিনো। ফলে ১৮ ম্যাচে জয়হীন থাকার অতীত বাজে রেকর্ডের সমতায় পৌঁছল তারা। ঘরের মাঠে সর্বশেষ ৯ ম্যাচের ৫টিতে ড্র করেছে ক্লাবটি। আর হেরে গেছে চারটিতে।
কোচ মার্কো জিয়াম্পাওলোর হাতেই দায়িত্ব অব্যাহত রাখার প্রতি সম্মতি জানালেও কায়রো বলেন,‘ এটি ছিল খুবই বাজে একটি ম্যাচ। আমার মনে হয়েছে ভিন্ন কোন দলের খেলা দেখছি।’
শনিবার অনুষ্ঠিত সিরি এ লিগের অন্য ম্যাচে বোলনিয়া ১-০ গোলে ভেরোনাকে এবং সাম্পদোরিয়া ২-১ গোলে উদিনেসকে পরাজিত করেছে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭২৫/স্বব