বাসস বিদেশ-৪ : করোনার টিকার বিষয়ে ইউরোপকে আশ্বস্ত করলো ফাইজার

113

বাসস বিদেশ-৪
ফাইজার- ইউরোপ
করোনার টিকার বিষয়ে ইউরোপকে আশ্বস্ত করলো ফাইজার
প্যারিস, ১৭ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : বৃহৎ ঔষধ কোম্পানী ফাইজার করোনা ভাইরাসের টিকা নিয়ে ইউরোপের উদ্বেগ কমানোর চেষ্টা করছে।
দ্বিতীয় দফায় ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় ইউরোপের দেশে দেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও ভাইরাস নিয়ন্ত্রণে আনতে পারার কোন লক্ষণই মিলছে না।
এ প্রেক্ষাপটে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন সরবরাহে বিলম্ব ঘটায় ইউরোপে টিকাদান কর্মসূচি ব্যাহত হতে শুরু করে। এতে উৎকন্ঠিত হয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশ।
এছাড়াও টিকাদানের ধীর গতি নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে সমালোচনার মুখেও পড়েছে।
এ কারণে বেলজিয়ামে ফাইজারের কারখানায় টিকা তৈরির কাজ জোরেশারে চলছে এবং ফাইজারের অংশীদার জার্মান বায়োএনটেক শনিবার বলেছে, টিকা তৈরির কাজ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুযোগ তারা তাদের দেবে।
তারা অঙ্গীকার করেছে আগামী ২৫ জানুয়ারি থেকে টিকা সরবরাহ আগের মতোই চলবে।
এদিকে টিকা সরবরাহে বিলম্ব হওয়াকে অপ্রত্যাশিত বলেছে কয়েকটি নর্ডিক ও বাল্টিক রাষ্ট্র।
বাসস/জুনা/১৫৩৫/জেহক