বাজিস-৪ : নাটোরে খামারগুলোতে চাহিদার তুলনায় ৫০ হাজার বেশি পশু পালিত হয়েছে

143

বাজিস-৪
নাটোর-পশু
নাটোরে খামারগুলোতে চাহিদার তুলনায় ৫০ হাজার বেশি পশু পালিত হয়েছে
নওগাঁ, ১৪ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলায় চাহিদার তুলনায় প্রায় ৫০ হাজার বেশি কুরবানীর পশুর লালনÑপালন করা হয়েছে। আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে জেলা প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য সম্মতভাবে এসব পশু লালনÑপালন করা হয়।
জেলার বিভিন্ন হাটে বাজারে এখন কুরবানীর পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। জেলার বড় বড় হাট গুলোর মধ্যে আহসানগঞ্জ, মাতাজিহাট, মহাদেবপুর হাট, চৌবাড়িয়ার হাট, নওগাঁ’র হাট,কির্ত্তীপুর হাট, কোলাহাট, সাপাহার হাট, দিঘীরহাটগুলোতে হাটবারে এখন গরুছাগলের বিরাট আমদানী। দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এতে খামারীরা যেমন লাভবান হচ্ছে অন্যদিকে ক্রেতারাও পশু ক্রয় করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
জেলা প্রানী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন আসন্ন কুরবানীকে সামনে রেখে নওগাঁ জেলায় ১৭ হাজার ২টি খামারে ১ লাখ ৭৯ হাজার ৯শ পশু লালন পালন করেছেন খামারীরা। এর মধ্যে ষাড় ৫৭ হাজার ৮শ ২৭টি, বলদ ১৯ হাজার ৩শ ২৮টি, গাভী ২৭ হাজার ২শ ৪৬টি, মহিষ ৮৭৩টি, ছাগল ৫৮ হাজার ৪শ ২৯টি, ভেড়া ১৬ হাজার ১শ ৫১টি এবং অন্যান্য ৪৬টি।
জেলার খামারগুলোতে এখন সারি সারি গরু, মহিষ, ছাগল আর ভেড়া। ছোট বড় মাঝারি আকারের গরু। সম্পূর্ণ স্বাস্থ্য সম্মত উপায়ে এসব গরু পালন করা হয়েছে বলে প্রানীসম্পদ বিভাগ জানিয়েছে।
প্রানীসম্পদ বিভাগ আরও জানিয়েছে গত বছর জেলায় হয়েছিল ১ লাখ ২৫ হাজারটি। যেহেতু গত বছর জেলায় প্রলয়ংকারী বন্যা হয়েছিল সেহেতু কিছুটা কম হয়েছিল। এ বছর একটু বেশী ধরেই কুরবানী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০ হাজার। সেই হিসাবে জেলায় চাহিদার চেয়ে অতিরিক্ত পশু পালিত হয়েছে ৪৯ হাজার ৯শটি। এ জেলার চাহিদা মিটিয়ে পালিত পশু অন্য জেলার চাহিদা মেটাতে সক্ষম হবে।
বাসস/সংবাদদাতা/মরপা