বাসস দেশ-৪০ : ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

159

বাসস দেশ-৪০
ঈশ্বরদী-পৌরসভা
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী
ঈশ্বরদী, ১৬ জানুয়ারি, ২০২১ (বাসস) : ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ইছাহক আলী মালিথা।
ঈশ্বরদী উপজেলা রির্টানিং অফিসার পিএম ইমরুল কায়েস জানান, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করে আওয়ামী লীগ প্রার্থী ইছাহক আলী মালিথা ভোট পেয়েছেন ২৮ হাজার ৫৯২। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ নিয়ে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম নয়ন পেয়েছেন ২ হাজার ১২৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মুহা. মাসুম বিল্লাহ পেয়েছেন ৪৯৯ ভোট।
পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭ জন। পৌরসভার মোট ভোটার ছিল ৫৫ হাজার ৫৬৮ জন। এরমধ্যে পুরুষ ২৭ হাজার ২৪১ জন ও নারী ভোটার ২৮ হাজার ৩২৭ জন। ভোটকেন্দ্র ছিল ১৯টি। বুথের সংখ্যা ১৫২ টি।
বাসস/এনডি/সংবাদদাতা/২১৪০/কেজিএ