বাসস দেশ-৩৬ : বগুড়ায় পৌর নির্বাচনে সারিয়াকান্দিতে আওয়ামী লীগ, সান্তাহারে বিএনপি ও শেরপুরে স্বতন্ত্র প্রার্থী জয়ী

237

বাসস দেশ-৩৬
পৌর নির্বাচন- বগুড়া
বগুড়ায় পৌর নির্বাচনে সারিয়াকান্দিতে আওয়ামী লীগ, সান্তাহারে বিএনপি ও শেরপুরে স্বতন্ত্র প্রার্থী জয়ী
বগুড়া, ১৬ জানুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ শনিবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র পদে সারিয়াকান্দিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মতিউর রহমান মতি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলার সহকারী রিটানিং অফিসার সাখাওয়াত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় মেয়র পদে বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু এবং শেরপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ জানে আলম খোকা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং অফিসার।
সারিয়াকান্দি উপজেলার সহকারী রিটানিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, সারিয়াকান্দি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মতিয়ার মতি ছয়হাজার ৫৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আলমগীর শাহী সুমন (নারিকেল গাছ প্রতীক) পেয়েছেন দুইহাজার ২৭৬ ভোট। এই নির্বাচনে ৭২ শতাংশ ভোটার ভোটদান করেছেন বলে জানান সহকারী রিটানিং অফিসার।
অন্যদিকে, সান্তাহার পৌরসভার নির্বাচনে ৭ হাজার ৭৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট।
এছাড়াও, জেলার শেরপুর পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ জানে আলম খোকা ৯ হাজার ২৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আব্দুস ছাত্তার পেয়েছেন ৫ হাজার ৯৯ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী স্বাধীন কুমার কুন্ডু পেয়েছেন তিনহাজার ৩৬৩ ভোট।
বাসস/এনডি/সংবাদদাতা/২১০৫/এমকে