জয়পুরহাটে অটোরিকশা চালকদের প্রশিক্ষণ

248

জয়পুরহাট, ১৬ জানুয়ারি, ২০২১ (বাসস) : সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থ্রি-হুইলার চালকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার শুরু হয়েছে।
সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাফিকুল ইসলাম, অটো রিকসা মালিক সমিতির সভাপতি আবু মুসা প্রমূখ।
জয়পুরহাট জেলার বিভিন্ন রুটে প্রায় দেড় হাজার অটোরিকশা চলাচল করে থাকে। ট্রাফিক আইন সম্পর্কে না জানার কারণে সড়কে প্রায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। সে কারণে ট্রাফিক আইন সম্পর্কে চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান, ট্রাফিক পরিদর্শক জামিরুল ইসলাম। প্রক্ষিশণ কর্মশালায় ১৫০ জন চালক অংশগ্রহণ করছেন।