অমল সেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

268

যশোর, ১৬ জানুয়ারি, ২০২১ (বাসস) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি অমল সেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে যশোর-নড়াইলের বাঁকড়ীতে অমল সেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে দু’দিনব্যাপি চলবে এ অনুষ্ঠান।
আগামীকাল রোববার দুপুর বারোটায় অমল সেনের সমাধিতে অমল সেন স্মৃতিরক্ষা কমিটির নেতৃবৃন্দ,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করবেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নড়াইল-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল জেলা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম। দ্বিতীয় দিন ১৮ জানুয়ারি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন।পরে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ এর কারণে এবারের আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে জানালেন ‘অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র সম্পাদক অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস।
অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়ার প্রখ্যাত রায় পরিবারে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ১৭জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন অমল সেন