বাসস ক্রীড়া-১২ : রুটের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংল্যান্ড

180

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-গল টেস্টে
রুটের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংল্যান্ড
গল, ১৫ জানুয়ারি ২০২১ (বাসস) : গল টেস্টের দ্বিতীয় দাপট দেখালো বৃষ্টি ও ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। বৃষ্টির কারনে শ্রীলংকা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় দিন, আজ খেলা হয়েছে ৫৩ ওভার। বৃষ্টির দাপটের মাঝে ৯৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৮তম সেঞ্চুরির দেখা পেয়েছেন রুট।
রুটের অপরাজিত ১৬৮ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৯৪ ওভারে ৪ উইকেটে ৩২০ রান করেছে ইংল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ১৮৫ রানে এগিয়ে ইংলিশরা। প্রথম ইনিংসে ১৩৫ রান করেছিলো শ্রীলংকা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই গুটিয়ে যায় শ্রীলংকা। এরপর ব্যাট করতে নেমে ৪১ ওভারে ২ উইকেটে ১২৭ রান করে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ৪৭ ও রুট ৬৬ রানে দিন শেষ করেছিলেন।
দ্বিতীয় দিন কোন রান না করেই থামেন বেয়ারস্টো। এম্বুলদেনিয়া তৃতীয় শিকার হবার আগে ৯৩ বল খেলে ২টি চার মারেন বেয়ারস্টো।
তৃতীয় উইকেটে বেয়ারস্টোর সাথে ২০২ বলে ১১৪ রান যোগ করেন রুট।
বেয়ারস্টোর বিদায় নিলে ক্রিজে রুটের সঙ্গী হন ড্যান লরেন্স। তাকে নিয়ে আবারো রানের চাকা ঘুড়ান রুট। এরই মধ্যে ইংল্যান্ডের ইনিংসের ৬২তম ওভারের দ্বিতীয় বলে সেঞ্চুরির স্বাদ নেন রুট। ১৬৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
লরেন্সের সাথে চতুর্থ উইকেটে ২৬৩ বলে ১৭৩ রান করে শ্রীলংকার স্কোর তিনশ পার করেন রুট। ব্যক্তিগত ৭৩ রানে আউট হন লরেন্স। ১৫০ বলে ৬টি চার ও ১টি ছক্কা মারেন লরেন্স। তাকে শিকার করেন স্পিনার দিলরুয়ান পেরেরা।
লরেন্সের আউটের পর উইকেটরক্ষক জশ বাটলারকে নিয়ে দিন শেষ করেন রুট। ২৫৪ বলে ১২টি চারে নিজের নান্দনিক ইনিংসটি সাজান রুট। শ্রীলংকার এম্বুলদেনিয়া ১৩১ রানে ৩টি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলংকা : ১৩৫/১০, ৪৬.১ ওভার (চান্ডিমাল ২৮, ম্যাথুজ ২৭, বেস ৫/৩০)।
ইংল্যান্ড : ৩২০/৪, ৯৪ ওভার (রুট ১৬৮*, লরেন্স ৭৩, এম্বুলদেনিয়া ৩/১৩১)।
বাসস/এএমটি/১৯৫৩/স্বব