বাসস ক্রীড়া-৬ : সাসুলোকে দুর্ভাগ্যজনক ভাবে হারিয়ে দিল এসপিএএল

129

বাসস ক্রীড়া-৬
ফুটবল-ইতালীয়-কাপ
সাসুলোকে দুর্ভাগ্যজনক ভাবে হারিয়ে দিল এসপিএএল
মিলান, ১৫ জানুয়ারি ২০২১ (বাসস/এএফপি) : সিরি বি এর ক্লাব এসপিএএলের কাছে দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছে ইতালির শীর্ষ লিগের ক্লাব সাসুলো। বৃহস্পতিবার অনুষ্ঠিত ইতালীয় কাপে সাসুলোকে ২-০ গোলে হারিয়েছে এসপিএএল। এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠা এসপিএএলের প্রতিপক্ষ জুভেন্টাস।
এসপিএএল হচ্ছে একমাত্র সিরি বি’র ক্লাব যারা এখনো টুর্নামেন্ট টিকে রয়েছে। আগের দিন বুধবার বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি ৩-২ গোলে হারিয়েছে দ্বিতীয় বিভাগের শির্ষ ক্লাব ইম্পলিকে।
ইমিলিয়া-রোমাগনা’র দুই ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য সাসুলো দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই খেলেছে একজন কম খেলোয়াড় নিয়ে। কারণ বিরতির পরপরই লিওনার্দো সেরনিকোলাকে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সাসুলোর ফিলিপ জুরিসিককে।
জুরিসিকের বিদায়ের পরপরই লিড পায় এসপিএএল। ৪৯ মিনিটে ডেম্বা সেকের ক্রসের বল দিয়ে লক্ষ্য ভেদ করেন সিমোন মিসিরোলি। ম্যাচের ৫৮ মিনিটে লরেঞ্জো ডিকম্যানের ভলি জালে আশ্রয় নিলে সিরি এ লীগের পঞ্চম স্থানধারী প্রতিপক্ষের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে যায় বি লিগের ক্লাবটি।
কাপের কোয়ার্টার ফাইনালে এসপিএএলের প্রতিপক্ষ ১৩ বারের শিরোপা জয়ী জুভেন্টাস। বুধবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে তারা ৩-২ গোলে জেনোয়াকে হারিয়েছে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪৫/স্বব