বাসস দেশ-১৩ : গোপালগঞ্জে কোভিড-১৯ বিষয়ক কর্মশালা

121

বাসস দেশ-১৩
কর্মশালা
গোপালগঞ্জে কোভিড-১৯ বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জ, ১৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় আজ কোভিড-১৯ ও ডেঙ্গু বিষযক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিনব্যপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ডাঃ এস এম সাকিবুর রহমান ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী কোভিড-১৯ ও ডেঙ্গু বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
এ সময় অংশগ্রহণকারীরা কোভিড ও ডেঙ্গ প্রতিরোধে বিভিন্ন কর্মপরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫০০/নূসী