দিনাজপুর-গোবিন্দগঞ্জ ১০৭ কি. মি. আঞ্চলিক সড়কের নির্মাণ কাজ ৭০ ভাগ সম্পন্ন

406

দিনাজপুর, ১৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : দিনাজপুর-গোবিন্দগঞ্জ ১০৭ কি.মি. আঞ্চলিক সড়ক নির্মাণ কাজ ৭০ ভাগ এগিয়ে গেছে। নান্দনিক পরিবেশে যুগোপযোগী একটি মডেল সড়ক নির্মাণের লক্ষ্যে এরইমধ্যে হাট-বাজারগুলোর রাস্তার মাঝখানে মনোরম ডিভাইডার নির্মাণের ফলে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
দিনাজপুর সড়ক জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনিতী চাকমা সাংবাদিকদের জানান, গতবছর ২০২০ সালের জানুয়ারি মাস থেকেই দিনাজপুর-গোবিন্দঞ্জ আঞ্চলিক সড়কের ১০৭ কি.মি. রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়। এই রাস্তায় ৯টি প্যাকেজের মধ্যে ৮টি প্যাকেজ দিনাজপুর জেলায় এবং একটি প্যাকেজ গাইবান্ধা জেলার সড়ক জনপদ বিভাগের তত্ববধায়নে নির্মাণ কাজ চলছে। ১০৭ কি.মি. রাস্তায় ১০৪টি মজমুদ টিকসই ব্রিজ কাম কালভাট নির্মাণ করা হয়েছে। রাস্তা নির্মাণে ৯০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে অতিরিক্ত ৩ কোটি টাকা রাস্তার উভয় পাশ্বে বিদ্যুৎ ও টেলিফোনের পোল সরানো এবং অবৈধ অবকাঠামো অপসারণের কাজে ব্যায় করা হয়েছে। রাস্তার মোড়গুলোতে যানবাহন চলাচল গতি নিয়ন্ত্রণ করতে ডিভাইডার নির্মাণের জন্য সিডিউলে নির্দেশনা রয়েছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে রাস্তা নির্মাণের পূর্বেই একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে প্রত্যেকটি রাস্তার মোড়ে ডোন চালিয়ে যানবাহনের গতি কত কি.মি. বেগে চলাচল করবে তা সংকেতের মাধ্যমে চালকদের জানানোর জন্য ডোনের জরিপ অনুযায়ী নির্দেশনা দেয়া থাকবে। চালক যদি ওই নির্দেশনা অমান্য করে তবে বিআরটিএ এর আইন অনুযায়ী দন্ডিত হবে। সব মিলিয়ে রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে। এই এলাকার জনসাধাারণের যাতায়াতে একটি নান্দনিক রাস্তা উপহার দেয়ার জন্য বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সড়ক জনপদ নিমাণ কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এই রাস্তার নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারদের তাগিদ দেয়া হচ্ছে। কোন দুর্যোগ না হলে সঠিক সময়েই নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশস্ত করেন।