বাসস ক্রীড়া-১৫ : জাতীয় হ্যান্ডবলের ফাইনালে পুলিশ ও আনসার

139

বাসস ক্রীড়া-১৫
হ্যান্ডবল-ফেডারেশন কাপ
জাতীয় হ্যান্ডবলের ফাইনালে পুলিশ ও আনসার
ঢাকা, ১৩ জানুয়ারি ২০২১ (বাসস): এক্সিম ব্যাংক ৩০তম জাতীয় পুরুষ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আগামীকাল বিকেল সাড়ে তিন টায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
আজ অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে পুলিশ হ্যান্ডবল ক্লাব ৪৮-২৪ গোলে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। ম্যাচে পুলিশের হয়ে সর্বোচ্চ ১২টি গোল করেছেন সোহাগ। ২য় সেমিফাইনালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫৬-২৩ গোলে চাপাই নবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দলের রবিউল সর্বোচ্চ ১১টি গোল করেন ।
এদিকে আজ অবসর গ্রহন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড় মো: মিজানুর রহমান। ১৯৯৬ সালে রাজশাহী জেলা দলের হয়ে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় খেলা শুরু করেন তিনি। দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি ২০০৪ সালে বাংলাদেশ জাতীয় যুব হ্যান্ডবল দলের হয়ে ভারতের হায়দ্রাবাদে যুব বিশ্বকাপের বাছাই পর্বে অংশগ্রহণ করেছিলেন তিনি।
বাসস/এমএইচসি/২০২৫/স্বব