বাসস দেশ-২০ : নড়াইলে করোনা ও ডেঙ্গু বিষয়ে গণমাধ্যম কর্মিদের কর্মশালা

138

বাসস দেশ-২০
করোনা ও ডেঙ্গু-কর্মশালা
নড়াইলে করোনা ও ডেঙ্গু বিষয়ে গণমাধ্যম কর্মিদের কর্মশালা
নড়াইল, ১৩ জানুয়ারি, ২০২১ (বাসস): জেলায় আজ করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে গণমাধ্যম কর্মিদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিভিল সার্জন অফিসের সভাকক্ষে নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু ও সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ম্যোল্যা ফোরকান আলী প্রমুখ।
কর্মশালায় করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেঙ্গু রোগ বিষয়ে মূলবক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়েল মেডিকেল অফিসার ডা. শফিক তমাল ও ডা. অনিন্দিতা ঘোষ।
কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৩০/-এমকে