বাসস বিদেশ-৭ : প্রায় সাত দশক পর যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে এক নারীর মৃত্যুদন্ড কার্যকর

122

বাসস বিদেশ-৭
যুক্তরাষ্ট্র -বিচার
প্রায় সাত দশক পর যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে এক নারীর মৃত্যুদন্ড কার্যকর
ওয়াশিংটন, ১৩ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রে প্রায় সাত দশক পর বুধবার এ প্রথম কেন্দ্রীয়ভাবে এক নারীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সূত্রে এ কথা জানা গেছে।
লিসা মন্টগোমারি (৫২) নামের ওই নারী ২০০৪ সালে মিসৌরি রাজ্যে এক গর্ভবতী নারীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার পেট কেটে গর্ভস্থ শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।
বিচারে লিসাকে দোষী সাব্যস্ত করা হয়। গত বছরের ৮ ডিসেম্বর তাঁর মৃত্যুদন্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে মৃত্যুদন্ডের তারিখ স্থগিত করা হয়। পরে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের আপিল বিভাগের তিন বিচারক চলতি মাসের ১২ তারিখে তাঁর মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেন।
বাসস/জুনা/১৬২৫/-জেহক