কোচিং পেশায় গুল

492

করাচি, ১৩ জানুয়ারি, ২০২১ (বাসস) : গত অক্টোবরে সবধরনের ক্রিকেটকে বিদায় বলেন পাকিস্তানের পেসার উমর গুল। খুব শীঘ্রই নতুন দায়িত্ব শুরু করতে যাচ্ছেন তিনি। বোলিং কোচ হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন গুল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক এই ডান-হাতি পেসার।
কোয়েটা গ্লাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে এক সময়কার সতীর্থ আব্দুল রাজ্জাকের স্থলাভিষিক্ত হবেন গুল। আগের চার মৌসুমে গ্লাডিয়েটর্সের বোলিং কোচ ছিলেন রাজ্জাক।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন নিয়মনুসারে, ঘরোয়া অ্যাসোসিয়েশন দলগুলির কোচরা পিএসএলের কোচ হতে পারবেন না। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার প্রধান কোচ রাজ্জাক। সেই সাথে জাতীয় নির্বাচক কমিটির সদস্যও তিনি। তাই পিএসএলে রাজ্জাককে দলের সাথে রাখছে না গ্লাডিয়েটর্স।
গ্লাডিয়েটর্সের হয়ে দুই মৌসুম খেলেছেনও গুল। গুলকে কোচিং স্টাফ হিসেবে পেয়ে খুশি দলটির মালিক নাদিম ওমর। তিনি বলেন, ‘অভিজ্ঞতা নিয়ে আমাদের দলে যোগ হচ্ছেন গুল। মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহর মতো তরুণরা গুলের অভিজ্ঞতায় উপকৃত হবেন। রাজ্জাকের পরিবর্তে এরচেয়ে ভালো কাউকে আমরা পেতে পারতাম না।’
গ্লাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান।
গত অক্টোবরে ঘরোয়া ন্যাশনাল টি-টুয়েন্টি কাপের ম্যাচ দিয়ে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন ৩৬ বছর বয়সী গুল।
পাকিস্তানের হয়ে ৪৭ টেস্টে ১৬৩টি, ১৩০ ওয়ানডেতে ১৭৯টি ও ৬০ টি-টুয়েন্টিতে ৮৫টি উইকেট নেন।
২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও ২০০৯ বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ের পেছনে বড় অবদান ছিলো গুলের। ঐ দু’টি বিশ্বকাপেই সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।