সিরিয়ায় ইসরাইলি অভিযানে ১৬ জন নিহত

442

বৈরুত, ১৩ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : সিরিয়ার পূর্বাঞ্চলে বিভিন্ন অস্ত্র গুদাম ও সামরিক অবস্থান লক্ষ্য করে রাতে চালানো ইসরাইলি অভিযানে কমপক্ষে ৫ সৈন্য ও ১১ মিত্র যোদ্ধা নিহত হয়েছে। বুধবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক এ যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়া-ইরাক সীমান্তের পূর্বাঞ্চলীয় দির ইজোর শহর থেকে বোকামাল মরুভূমি পর্যন্ত বিস্তৃত এলাকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ১৮ দফারও বেশি হামলা চালায় ইসরাইলি বিমানবাহিনী।
পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ অভিযানে সিরিয়ার পাঁচ সৈন্য এবং ইরানের বিপ্লবী গার্ড, লেবাননের হিজবুল্লাহ ও ফাতিমি ব্রিগেডের মিত্র ১১ যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে ইরান পন্থী আফগান যোদ্ধাও রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের জাতীয় পরিচয় জানা যায়নি।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ ইসরাইলি বিমান হামলার কথা জানালেও এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এসএএনএ জানায়,‘ রাত ১:১০ টায় ইসরাইলি শত্রু বাহিনী দির ইজোর শহর ও বোকামাল অঞ্চলে বিমান হামলা চালায়।’
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সিরিয়ায় এটি ছিল ইসরাইলের দ্বিতীয় অভিযান।