বাসস দেশ-৯ : শরীয়তপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিারোধ বিষয়ে ওয়ার্কশপ

114

বাসস দেশ-৯
ওয়ার্কশপ
শরীয়তপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিারোধ বিষয়ে ওয়ার্কশপ
শরীয়তপুর, ১৩ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় আজ কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ।
বেলা সাড়ে ১১ টায় শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডা. এস এম আবদুল্লাহ-আল-মুরাদের সভাপতিত্বে ওয়ার্কশপে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুনির আহমেদ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মাসুদ হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: মাহবুবুর রহমান।
ওয়ার্কশপে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে পূর্বে থেকেই বিভিন্ন সচেতনতামুলক পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওয়ার্কশপে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদকর্মী অংশ নেয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩৫৫/নূসী