বাসস দেশ-২ : সীমান্তে পাচার ও চোরাচালান বন্ধে ঠাকুরগাঁওয়ে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

167

বাসস দেশ-২
জনসচেতনামূলক-সভা
সীমান্তে পাচার ও চোরাচালান বন্ধে ঠাকুরগাঁওয়ে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত
ঠাকুরগাও, ১৩ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলার হরিপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক, নারী ও শিশুপাচারসহ চোরারচালান প্রতিরোধ বিষয়ে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল সন্ধ্যায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ বাজার ধান হাটিতে চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিজিবি’র দিনাজপুর ব্যাটালিয়ানের কমান্ডার লে. কর্নেল রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও নারী এবং পাচার রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও সহযোগিতা করার আহবান জানান।
বাসস/এনডি/সংবাদদাতা/০৯৪৫/কেজিএ