বাসস দেশ-৪২ : জিইসি ও কাজীর দেউড়িতে চসিকের উচ্ছেদ অভিযান

181

বাসস দেশ-৪২
চট্টগ্রাম-অভিযান
জিইসি ও কাজীর দেউড়িতে চসিকের উচ্ছেদ অভিযান
চট্টগ্রাম, ১২ জানুয়ারি, ২০২১ (বাসস) : নগরীর জিইসি মোড় ও কাজীর দেউড়িতে অবৈধ দখলদার উচ্ছেদে আজ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ সময় জামাল হোটেল (চসিকের মালিকানাধীন) ভবনের নিচ তলা থেকে অবৈধ দখলদার উচ্ছেদপূর্বক ৪টি দোকান সিলগালা করা হয়। একইভাবে অভিযানে কাজীর দেউড়িস্থ সার্কিট হাউজ ও স্টেডিয়াম এলাকায় রাস্তা ও ফুটপাত থেকে টং দোকান অপসারণ করা হয়। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলমের উপস্থিতিতে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
বাসস/জিই/কেএস/২০০৫/-কেএমকে