বাসস ক্রীড়া-১৩ : ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন

345

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-তাসকিন
৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন
ঢাকা, ১২ জানুয়ারি ২০২১ (বাসস) : অনুশীলন সেশনে ইনজুরিতে পড়া ডান-হাতি পেসার তাসকিন আহমেদকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নেটে অনুশীলনকালে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের একটি শট থামাতে গিয়ে গতকাল ইনজুরিতে পড়েন তাসকিন।
বলের আঘাতে বাঁ-হাতের বুড়ো আঙ্গুল ও পাশের আঙ্গুলের মধ্যবর্তী জায়গায় ব্যাথা পাওয়ায় তাসকিনকে তিনটি সেলাই করতে হয়েছে।
আজ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘তাসকিনের আঙ্গুল কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তবে হাড় ক্ষতিগ্রস্থ হয়নি, তাই সেলাই দেয়া হয়েছিলো। এ মূর্হুতে আমরা তাকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখছি। এই সময়ে অনুশীলন করতে পারবেন না তিনি। তার হাতে কোন চিড় ধরেনি।’
তাসকিনের ছোট ক্যারিয়ারে ইনজুরি সমার্থক শব্দ হয়ে গেছে। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েন তিনি।
ইনজুরির কারনে জাতীয় দলে সুযোগ হারান তাসকিন। এমনকি ফর্মও হারিয়েছেন তিনি। ২০১৯ সালে বিপিএলে দুর্দান্ত পারফরমেন্সের পর নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে সুযোগ হয় তার। কিন্তু ভাগ্য সাথে না থাকায় ইনজুরির কারনে জাতীয় দল থেকে বাদ পড়েন তাসকিন।
তবে ইনজুরি থেকে সুস্থ হয়ে আবারো জাতীয় দলে ফিরেন তাসকিন। কিন্তু ২০১৯ বিশ্বকাপে জাতীয় দলে জায়গা পাননি তিনি।
দেরিতে হলেও ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছেন তাসকিন। অন্যান্য সময়ের চেয়েও তাকে আরও বেশি তীক্ষè ও পরিচ্ছন্ন দেখা গেছে। সব ফরম্যাটে আবারো জাতীয় দলে জায়গা ফিরে পাবেন কলে যখন ভাবা হচ্ছিলো তখনই আবারও ইনজুরির সাথে লড়াই করতে হচ্ছে তাসকিনকে।
বাসস/এএমটি/১৮৩৫/স্বব