কোহলিকে পেছনে ফেললেন স্মিথ, শীর্ষেই আছেন উইলিয়ামসন

445

দুবাই, ১২ জানুয়ারি ২০২১ (বাসস) : ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিং তালিকায় দ্বিতীয়স্থানে উঠলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। শীর্ষস্থান ধরে রেখে রেটিংএর রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
গতকাল শেষ হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ সিরিজের তৃতীয়টি। আজ টেস্ট র‌্যাংকিংএর সর্বশেষ অবস্থা প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে মাত্র ১০ রান করেন স্মিথ। তবে সিডনিতে তৃতীয় টেস্টে জ্বলে উঠেন তিনি। প্রথম ইনিংসে ১৩১ ও দ্বিতীয় ইনিংসে ৮১ রান করেন এই ডান-হাতি ব্যাটসম্যান। যার সুবাদে ৯০০ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংএর দ্বিতীয় স্থানে উঠে আসেন স্মিথ।
তৃতীয়স্থানে নেমে যাওয়া কোহলির রেটিং ৮৭০। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসেন কোহলি।
৯১৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে এ যাবত কালের সর্বোচ্চ রেটিংএর রেকর্ড গড়লেন উইলিয়ামসন। অবশ্য ২০১৮ সালের ডিসেম্বরে ৯১৫ রেটিং অর্জন করেছিলেন তিনি। সে সময় স্বদেশী স্যার রিচার্ড হ্যাডলির রেকর্ড ভেঙ্গেছিলেন উইলিয়ামসন। ১৯৮৫ সালে নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ৯০৯ রেটিং অর্জন করেছিলেন হ্যাডলি।
সিডনি টেস্টে যথাক্রমে ৯১ এবং ৭৩ রানের দুইটি ইনিংসের সুবাদে র‌্যাংকিংএ চারে উঠেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। ক্যারিয়ার সেরা ৮৬৬ রেটিং অর্জন করেছেন তিনি। কোহলির সাথে এখন তার রেটিং ব্যবধান ৪। সিরিজের চতুর্থ টেস্টে কোহলিকে টপকে যাবার সুযোগ থাকছে লাবুশেনের।
ম্যাচের দুই ইনিংসে ৫০ ও ৭৭ রান করেন পূজারা। দুই হাফ সেঞ্চুরিতে র‌্যাংকিংএর দুইধাপ এগিয়ে দশ থেকে আটে উঠেছেন পূজারা।
র‌্যাংকিং এ ১৯ ধাপ এগিয়েছেন সিডনি টেস্টের চতুর্থ ইনিংসে দুর্দান্ত ইনিংস খেলা ভারতের ঋসভ পান্থ। ৯৭ রান করেন তিনি। প্রথম ইনিংসে ৩৬ রান করেছিলেন পান্থ। ফলে ২৬ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
এদিকে বোলারদের র‌্যাংকিংএর সিডনি টেস্টে ৫ উইকেট নিয়ে র‌্যাংকিংএ শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ম্যাচে ৪ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে র‌্য্যাংকিংএর পাঁচে উঠেছেন অসিদের আরেক পেসার জশ হ্যাজেলউড।
তবে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ’র অবনতি হয়েছে। তিন ধাপ পিছিয়েছেন স্টার্ক, অশ্বিন দু’ধাপ ও বুমরাহ এক ধাপ পিছিয়ে গেছেন। র‌্যাংকিংএর শীর্ষ দশের শেষ তিনটি স্থান যথাক্রমে স্টার্ক-অশ্বিন-বুমরাহ।